স্পেনে ভয়াবহ বন্যায় অন্তত ১৫৮ জনের প্রাণহানি হয়েছে। স্প্যানিশ আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভ্যালেন্সিয়ার চিভা শহরে মাত্র আট ঘণ্টায় এক বছরের সমান বৃষ্টি  হয়েছে।

এদিকে, দেশটির দক্ষিণ এবং পূর্বাঞ্চলে আরও বৃষ্টির সতর্কতা জারি রাখা হয়েছে। এক হাজার ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী জীবিতদের খুঁজে বের করতে কাজ করছেন। বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) থেকে তিন দিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে দেশটিতে। শুক্রবার (১লা নভেম্বর) এসব তথ্য জানিয়েছে বিবিসি।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে বলেছেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যতটা সম্ভব জীবন বাঁচানো।” এবং রাজা ফিলিপ ষষ্ঠ সতর্ক করে দিয়ে বলেন জরুরী অবস্থা এখনও শেষ হয়নি।

বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) আন্ডারটেকার এবং ফিউনারেল ভ্যানগুলোকে রাস্তা থেকে বেশকিছু মৃতদেহ উদ্ধার করতে দেখেছে বিবিসি। তখন কাছাকাছি রাস্তাগুলোতে ঝড়ের তাণ্ডবে ভেসে যাওয়া গাড়িগুলো একটির উপর অপরটি উঠে ছিল।

এদিকে, বন্যা কবলিত এলাকার শত শত লোক অস্থায়ী বাসস্থানে আশ্রয় নিচ্ছেন। পাশাপাশি রাস্তা পরিষ্কার এবং বাড়িঘর ও ব্যবসা পুনরুদ্ধারের জন্য কাজ শুরু করছেন। ভ্যালেন্সিয়ার সঙ্গে স্পেনের বাকি অংশের সংযোগকারী অনেক রাস্তা এবং রেল নেটওয়ার্ক এখনো বিচ্ছিন্ন। বন্যায় হতাহতদের জন্য স্পেনে বৃহস্পতিবার সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রেখে এবং মিনিট নীরবতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন দিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে।