দেশের বাজারে টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। রোববার (২১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ১১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার ২০২ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম সাতশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩২৬ টাকা বাড়িয়ে চার হাজার ৫৭২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩১৫ টাকা বাড়িয়ে চার হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৫৬ টাকা বাড়িয়ে তিন হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে দুই হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৬ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
একই সময় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪১১ টাকা বাড়িয়ে দুই লাখ সাত হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৪৮ টাকা বাড়িয়ে এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬১ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়।












