দেশের স্বাধীনতাকে কটাক্ষ করে প্রতিবেদন প্রকাশ করা দৈনিক প্রথম আলো পত্রিকার  সংশ্লিষ্টদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ।

আজ শনিবার (পহেলা এপ্রিল) সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক  অধ্যাপক মিজানুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়,‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন স্মার্ট বাংলাদেশ ধারনাকে ভিত্তি ধরে ২০৪১ সালের মধ্যে  উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ব্রত নিয়ে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, সে সময়ে সাংবাদপত্রে স্বাধীনতার নামে দৈনিক প্রথম আলো সাংবাদিকতার সকল নীতি ভঙ্গ করে ১০ বছরের একজন অবুঝ শিশুর ছবির নিচে ক্যাপশনের পরিবর্তে ৩০ লক্ষ শহীদ আর দু’লক্ষ মা-বোনের সম্ভ্রবের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করেছে। উদ্দেশ্যমূলক এ ধরনের বিভ্রান্তকর ছবি ও সংবাদ প্রকাশ পাঠকের সাথে প্রতারণার শামিল।’

পেশাজীবী সমন্বয় পরিষদ পত্রিকাটির সাংবাদিকতার রীতিনীতি পরিপন্থি, এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায় পেশাজীবী সমন্বয় পরিষদ।