বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান বলেছেন স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সতর্ক থাকতে হবে। কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে গণসমাবেশে অনলাইনে যুক্ত হয়ে আজ তিনি এসব কথা বলেন।

সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে কাজ সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই। তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে।’

তারেক বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্রজনতা প্রাণ দিয়েছে তা পূরণ করতে হবে। স্বৈরাচারের পতন হলেও তার দোসররা নানা চক্রান্ত করছে।

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।