তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদশে শ্যুটআউটে ৭-৬ গোলে হারিয়েছে ওমানকে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ৫৩ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফেরে রাকিবুল হাসান রকির গোলে। বাকি সময় কোন দল গোল করতে না পারায় খেলায় গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
প্রথম কোর্য়াটারে শুরু এগিয়ে যায় ওমান। পরের দুই কোর্য়াটারে মুহুর্মুহু আক্রমণ শানিয়েও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে মোহম্মাদ হাসানের গোলে সমতা ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি সময় গোল না হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
তাতেও ৩-৩ সমতা হয়। পাঁচ শুটআউটের মধ্যে দুই দলই তিনটি করে গোল করে। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলই পাল্লা দিয়ে গোল করছিল। একপর্যায়ে বাংলাদেশ টানা চার গোল করলেও স্বাগতিক ওমানের তালাল বাইত গোল মিস করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ওমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এএইচএফ কাপের অনুর্ধ্ব-২১ শিরোপা ঘরে তুলল কোচ মামুনুর রশীদের শিষ্যরা।
এর আগে, ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকায় ফিরবে বাংলাদেশ দল।