সৌদি আরবে হজ করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে শনিবার এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুজন হলেন কুমিল্লার ধনপুর গ্রামের ৫৪ বছর বয়সী রামুজা বেগম এবং জয়পুরহাট সদরের ৬৩ বছর বয়সী হেলাল উদ্দিন মোল্লা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে এবারের হজে এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর খবর এলো। এর আগে প্রথম মৃত্যুর তথ্য জানা যায় ১৩ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ৮ জুলাই। গত ৫ জুন থেকে দেশ থেকে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে।স্বাভাবিক সময়ে প্রতি বছর বিশ্বের ২০ থেকে ২৫ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পেলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত দুই বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার সুযোগ পাননি।

পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি সরকার এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দিয়েছে। বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৫৭ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার মুসল্লি।