হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ বৃহস্পতিবার (৯ই মে) দুপুরে উপজেলার আগুয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, আগোয়া গ্রামের ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য বদির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। দুপুরে এ নিয়ে দুই পক্ষের দুই সমর্থনকারী, অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদি মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলেই আব্দুল কাদির ও সিরাজ মিয়া নামের দু’জন নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক মানুষ। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান লিলু মিয়া নামের আরও একজন।
আহত অনেককে হবিগঞ্জ ও সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।