১১ বছর আগে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বলিউডে অভিষেক আলিয়া ভাটের। তারপর গত এক দশক ধরে নিজেকে একাধিক বার প্রমাণ করেছেন মহেশ-কন্যা। বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের লক্ষ্যে আলিয়া। প্রিয়াঙ্কাদের মতো তিনিও এবার পা রাখতে চলেছেন হলিউডে।

‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো ছবির পাশাপাশি ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন আলিয়া। বলিপাড়ার পর এবার হলিউডে পা রাখছেন অভিনেত্রী।

চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে আলিয়াকে। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক।

হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে আলিয়াকে। ছবির ট্রেলারে খুব একটা বেশি সময় পাননি আলিয়া।

তবে, ওই কয়েক মুহূর্তেই আলিয়ার চোখেমুখে দেখা গিয়েছে ক্রূর হাসির ঝলক। তবে ট্রেলারে এত কম সময় আলিয়াকে দেখতে পেয়ে বেশ অসন্তুষ্ট তাঁর অনুরাগীরা। ট্রেলার দেখে তাঁদের প্রশ্ন, ছবিতে কি আদৌ গুরুত্ব পাবেন আলিয়া?

আগামী ১১ই আগস্ট এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’। সম্প্রতি ব্রাজিলে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবির বাকি তারকাদের সঙ্গে সেখানে আলিয়াও উপস্থিত ছিলেন।