রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ছাদ থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

হল সূত্রে জানা গেছে, হলের ছাদের রেলিংয়ে বসে ফোনে কথা বলছিলেন শাহরিয়ার। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয় হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী হল থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

এদিকে, চিকিৎসক সময়মতো না আসায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করেছে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নেয়।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেয়া হলে রাত ২টার দিকে অবস্থান তুলে নেয় শিক্ষার্থীরা।