চলতি মাসে হাইতিতে অপরাধী চক্রের হাতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাই সহকর্মীদের হত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন দেশটির বিদ্রোহী পুলিশ কর্মকর্তারা। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দেশটিতে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় তারা বেশকিছু গাড়িও ভাঙচুর করে। ভেঙে দেয় শহরের নিরাপত্তায় লাগানো সিসি ক্যামেরা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এসব হত্যার ঘটনায় ব্যবস্থা না নেওয়ার জন্য সরকারকে দায়ী করেছে। বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের গেইট ভেঙ্গে হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন।
চলমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়িক স্থাপনা বন্ধ ঘোষণা করা হয়। হাইতিতে জাতিসংঘের দূত হেলেন লা লাইম বলেছেন যে “হাইতির পরিস্থিতি গুরুতর”।
চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন থানায় হামলা চালাচ্ছে অপরাধীরা। এতে এখন পর্যন্ত ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। শুধু বুধবারই (২৫শে জানুয়ারি) মারা গেছেন ৭ পুলিশ সদস্য। দেশটির মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে, হেনরি এরিয়েল ক্ষমতায় আসার পর থেকে কমপক্ষে ৭৮ জন পুলিশ সদস্যের প্রাণ গেছে।