রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটের হারের পর এবার জরিমানার মুখেও পড়তে হচ্ছে ভারতীয় দলকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়তে হচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রোববার নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল ভারত। এই চার ওভারের প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে দলটির সকল খেলোয়াড়কে ৮০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচে নিযুক্ত রেফারি। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।
আইসিসির এলিট ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে এই শাস্তির কথা ঘোষণা করেন। ভারতীয় ক্রিকেট দল তাদের নির্ধারিত সময়ের চেয়েও ৪ ওভার বেশি করার সময় লাগিয়েছিলেন। যে কারণে ওভারপ্রতি ২০ শতাংশ করে মোট ৪ ওভারের জন্য ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ঘোষণা দেন আইসিসি ম্যাচ রেফারি।
আইসিসির খেলোয়াড় আচরণবিধির ২.২২ আর্টিকেলে বলা হয়েছে, যদি কোনো দল তাদের জন্য নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করে এবং সেই সময়গুলোকে ওভার দিয়ে হিসাব করা হবে। তাতে প্রতি ওভারের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে।
সে হিসেবে ৪ ওভারের জন্য ভারতীয় ক্রিকেটারদের ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। এ কারণে পরবর্তী কোনো শুনানির প্রয়োজন হয়নি।