আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সি। পেটের অস্ত্রোপচারের জন্য রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার (৭ই জুন) ভ্যাটিকান প্রেস অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস পেটের হার্নিয়ায় আক্রান্ত। অপারেশনের জন্য তাকে জেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে তার অপারেশন করা হবে।
পুরোপুরি সুস্থ হতে ৮৬ বছর বয়সী পোপকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন।
গেল মার্চের শেষে ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিন দিন পর তিনি হাসপাতাল ছাড়েন।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর প্রধান পোপ হিসেবে নির্বাচিত হন।