সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় তখনকার বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার (১৬ই নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।

টিআইবি’র নির্বাহী পরিচালক আরও বলেন, ‘বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।’ অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠন এসআরএফ’র সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। টিআইবি ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম(এসআরএফ) যৌথভাবে আয়োজিত কর্মশালায় (টিআইবি)  এর নির্বাহী পরিচালক ড . ইফতেখারুজ্জামান।