ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে আজ।
গত ২০শে জুলাই সকাল ১১ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর কলেজ ছাত্র শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিব ও শহীদ জুবায়েরকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৬৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন নিহত দুই শিক্ষার্থীর পিতা।
গত ১৯শে জুলাই উত্তরার আব্দুল্লাপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী শহীদ ফয়সাল সরকারকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ অজ্ঞাত আসামিদের অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন নিহতের পিতা শফিকুল ইসলাম সরকার।
গত ১৯শে জুলাই রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণীর ছাত্র মো: মারুফ হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ২৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন নিহতের পিতা পিতা মোহাম্মদ ইদ্রিস।
গত ১৯শে জুলাই রাজধানীর মিরপুর ১০ নং গোল চত্বর এলাকায় দশম শ্রেণির ছাত্র শহীদ মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন নিহতের পিতা আব্দুল মান্নান।
গত ৫ই আগস্ট রাজধানীর উত্তরার আজমপুর ফুটওভার ব্রিজের পূর্ব পাশে সপ্তম শ্রেণীর ছাত্র শহীদ সামিউ আমান নুরকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৫৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন নিহতের পিতা মোহাম্মদ আমানুল্লাহ।