দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। বুধবার (২৪ এপ্রিল) এই হামলার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তে প্রায় প্রতিদিনই গোলাগুলির ঘটনা ঘটছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। বাহিনীটি আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের আইতা আল-শাবের আশপাশে এই হামলা চালানো হয়েছে।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, আইতা আল-শাব ও আশেপাশের গ্রামে ১৩টিরও বেশি হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইল সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলা চালানোর পর এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার রাতে উত্তর ইসরাইলে রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ।

এদিকে, মাসব্যাপী হামরায় হিজবুল্লাহ এর অর্ধেক নেতাকে নির্মূল করার দাবি জানিয়ে অঞ্চলটিতে আক্রমণাত্মক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী য়োভ গ্যালান্ট বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তে অনেক সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

বিবৃতিতে তিনি আরও বলেন, মাসব্যাপী অভিযানে হিজবুল্লাহর অর্ধেকের বেশি নেতাকে নির্মূল করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি জানান, বাকি অর্ধেক নেতা লুকিয়ে আছেন।