হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইল-লেবানন সীমান্তে ৪ জন থাই নাগরিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের (৩১শে অক্টোবর) হিজবুল্লাহর হামলায় তারা নিহত হন বলে এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আরও বলেছেন, হামলায় অপর এক থাই নাগরিক আহত হয়েছে। মিটিউলার আঞ্চলিক কাউন্সিল প্রধান জানিয়েছেন, লেবানন থেকে রকেট হামলায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কৃষক এবং অপর ৪ জন বিদেশি শ্রমিক।
উল্লেখ্য, ইসরাইলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক বসবাস করছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজ্যটির চেয়ে মজুরি অনেক বেশি হওয়ায় সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন তারা।