নিত্যনতুন ফিচার এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় করে তোলাই লক্ষ্য জাকারবার্গের। এবার জানা গেল, হোয়াটসঅ্যাপ শিগগিরই নতুন ফিচার আনতে চলেছে। ব্যবহারকারীর কনট্যাক্টের মধ্যে যে সব নম্বর প্রিয় সেই সব নম্বরে দ্রুত কল করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি সংক্রান্ত একটি ওয়েবসাইটে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ভি২.২৪.৫.৫. সংস্করণে থাকছে একটি ‘ফেভারিট কনট্যাক্টস’ ফিচার। এই ফিচারে থাকা নম্বরগুলি কলস ট্যাবের উপর দিকেই দৃশ্যমান হবে। ফলে একবার ট্যাপ করেই দ্রুত কল করা যাবে। অনেকেই ইদানীং হোয়াটসঅ্যাপে কল করা পছন্দ করেন। তাঁদের কাছে এই ফিচারটি অত্যন্ত উপকারী হয়ে উঠবে বলে মনে হচ্ছে। এখানেই শেষ নয়। মেটা চাইছে ফেভারিট কনট্যাক্টস থেকে মেসেজ এলে যদি তা ‘আনরিড’ অবস্থায় থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইনবক্সের একদম উপরে চলে যাবে।

এদিকে ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। মোবাইলে আপনি নিজের হোয়াটসঅ্যাপের চ্যাট সেকশনটি লক করে রাখতে পারেন। কিন্তু ওয়েব ভার্সনে তা সম্ভব নয়।