বল হাতে গà§à¦à§œà¦¿à§Ÿà§‡ দিয়েছিলেন রয়à§à¦¯à¦¾à¦² চà§à¦¯à¦¾à¦²à§‡à¦žà§à¦œà¦¾à¦°à§à¦¸ বেঙà§à¦—ালà§à¦°à§à¦° ইনিংস। à¦à¦°à¦ªà¦° কলকাতা নাইট রাইডারà§à¦¸à§‡à¦° কà§à¦¯à¦¾à¦°à¦¿à¦¬à§€à§Ÿ অলরাউনà§à¦¡à¦¾à¦° সà§à¦¨à§€à¦² নারাইন রেকরà§à¦¡à¦Ÿà¦¾ গড়লেন বà§à¦¯à¦¾à¦Ÿ হাতে। পà§à¦²à§‡-অফের মà§à¦¯à¦¾à¦šà§‡ গতকাল যখন বেঙà§à¦—ালà§à¦°à§à¦° বিপকà§à¦·à§‡ কলকাতার মà§à¦¯à¦¾à¦šà¦Ÿà¦¾ দà§à¦²à¦›à§‡ পেনà§à¦¡à§à¦²à¦¾à¦®à§‡à¦° মতো, তখনই বà§à¦¯à¦¾à¦Ÿ হাতে মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° মোড় ঘà§à¦°à¦¿à¦¯à¦¼à§‡ দেন নারাইন।
সোমবার রাতে তিনি যখন বà§à¦¯à¦¾à¦Ÿ করতে আসেন, তখনো দলের চাই ৫৪ বলে ৬০ রান। সাজঘরে তখনো ছিল অইন মরগà§à¦¯à¦¾à¦¨, সাকিব আল হাসান, ও দীনেশ কারà§à¦¤à¦¿à¦•à¦¦à§‡à¦° মতো বà§à¦¯à¦¾à¦Ÿà¦¾à¦°à¦°à¦¾à¥¤ তাদের রেখেই উইকেটে পাঠানো হয় নারাইনকে। নেমেই ডà§à¦¯à¦¾à¦¨ কà§à¦°à¦¿à¦¶à§à¦šà¦¿à§Ÿà¦¾à¦¨à§‡à¦° পà§à¦°à¦¥à¦® বলটা ফাইন লেগের ওপর দিয়ে আছড়ে ফেলেন বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿à¦¤à§‡à¥¤
পরের বলে সà§à¦Ÿà¦¾à¦®à§à¦ªà§‡à¦° ওপর করা ডà§à¦¯à¦¾à¦¨ কà§à¦°à¦¿à¦¶à§à¦šà¦¿à§Ÿà¦¾à¦¨à§‡à¦° ফà§à¦²à¦¾à¦° লেনà§à¦¥à§‡à¦° বলটা মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করেন। à¦à¦°à¦ªà¦°à§‡à¦° বলটা হলো ওয়াইড। à¦à¦° পরই আরও à¦à¦•à¦Ÿà¦¾ ছকà§à¦•à¦¾, কà§à¦°à¦¿à¦¶à§à¦šà¦¿à§Ÿà¦¾à¦¨ à¦à¦¬à¦¾à¦°à¦“ বলটা করেছিলেন ফà§à¦²à¦¾à¦° লেনà§à¦¥à§‡, অফসà§à¦Ÿà¦¾à¦®à§à¦ªà§‡à¦° à¦à¦•à¦Ÿà§ বাইরে। সেটা লং অফের ওপর দিয়ে বাউনà§à¦¡à¦¾à¦°à¦¿à¦° বাইরে নিয়ে ফেলেন তিনি।
তাতেই আইপিà¦à¦²à§‡à¦° ইতিহাসে à¦à¦• বিরল নজির গড়ে ফেলেন নারাইন। তার আগে যে কোনো বà§à¦¯à¦¾à¦Ÿà¦¾à¦° আইপিà¦à¦²à§‡ নিজের ইনিংসের পà§à¦°à¦¥à¦® তিন বলেই তিনটি ছয় মারতে পারেননি, তিনিই পà§à¦°à¦¥à¦®!
নারাইনের ইনিংসটা অবশà§à¦¯ খà§à¦¬ à¦à¦•à¦Ÿà¦¾ বড় হয়নি। তবে তার ১৫ বলে ২৬ রানের à¦à§‹à¦¡à¦¼à§‹ ইনিংসটাই বদলে দিয়েছিল মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° রঙ। উলà§à¦²à§‡à¦–à§à¦¯ à¦à¦° আগে বল হাতেও বল হাতে মà§à¦¯à¦¾à¦š ঘà§à¦°à¦¿à¦¯à¦¼à§‡ দিয়েছিলেন নারাইন। তার ৪ ওà¦à¦¾à¦°à§‡ তিনি সà§à¦°à¦¿à¦•à¦¾à¦° à¦à¦¾à¦°à¦¤, বিরাট কোহলি, à¦à¦¬à¦¿ ডি à¦à¦¿à¦²à¦¿à§Ÿà¦¾à¦°à§à¦¸ à¦à¦¬à¦‚ গà§à¦²à§‡à¦¨ মà§à¦¯à¦¾à¦•à§à¦¸à¦“য়েলদের শিকারে পরিণত করেন। তাতে আরসিবি চলে যায় বà§à¦¯à¦¾à¦•à¦«à§à¦Ÿà§‡à¥¤ পà§à¦°à¦¥à¦® উইকেটে ৪৯ রানের পরও যে বেঙà§à¦—ালà§à¦°à§à¦° ইনিংস পেরোয়নি ১৪০ও, সে কৃতিতà§à¦¬à¦Ÿà¦¾ তো তার বোলিংয়েরই।
১৩৯ রান তাড়া করতে নেমে কলকাতাও শà§à¦°à§à¦Ÿà¦¾ à¦à¦¾à¦²à§‹à¦‡ করেছিল। আইয়ের ২৬, রানা ২৩, গিল ২৯ রান করে কেকেআরকে লড়াইতে রাখলেও মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° মোড় ঘà§à¦°à¦¿à§Ÿà§‡ দিতেছিলেন নারাইনই। তার তিন ছকà§à¦•à¦¾à¦¤à§‡à¦‡ তো মà§à¦¯à¦¾à¦šà§‡à¦° লাগাম বেঙà§à¦—ালà§à¦°à§à¦° হাত থেকে কেড়ে নিয়েছিল কলকাতা। মোহামà§à¦®à¦¦ সিরাজের দারà§à¦£ বোলিংয়ে à¦à¦°à¦ªà¦° বিরাট কোহলিদের মà§à¦¯à¦¾à¦šà§‡ ফেরার আশা সৃষà§à¦Ÿà¦¿ হলেও সাকিব আল হাসানের ফিনিশিং টাচ মà§à¦¯à¦¾à¦šà¦Ÿà¦¾ কেড়ে নেয় বেঙà§à¦—ালà§à¦°à§à¦° হাত থেকে।