১০ বছর পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ১৯ জুন। আর এ সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বহু তর্ক বিতর্কের পর কে পাবে দায়িত্ব, এই নিয়ে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের তৃণমুল নেতা কর্মীদের মাঝে তোড়জোর দেখা যাচ্ছে।
সম্মেলন ঘিরে নেতা–কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ কারা পাচ্ছেন, তা নিয়ে চলছে গুঞ্জন। তবে অধিকাংশ নেতা–কর্মীই দলীয় কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব তৈরি করার দাবি জানিয়েছেন।
কমিটির পদপ্রত্যাশীরা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন এবং দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এদিকে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তৃণমুল নেতা কর্মীরা।
(সম্মেলন পর্যন্ত চলবে)
চোখ রাখুন