নিউজিল্যান্ডের বিপক্ষে এমনিতে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু কতটা? স্পষ্ট হলো প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। স্কোরবোর্ডে ১০ রান যোগ করার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।

শুরুটা করেছিলেন মেহেদী হাসান। একদম ইনিংসের প্রথম ওভারেই। রবীন্দ্র রাচিনকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরান। এরপর আঘাত হানেন অভিজ্ঞ সাকিব আল হাসান। অনভিজ্ঞ নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ যে স্পিনের বিপক্ষে কতটা অসহায়, সেটাই যেন স্পষ্ট হয়ে ওঠে আরেকবার।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচে শুরুতে সাফল্য পেয়েছেন মেহেদী। নিউজিল্যান্ডের বিপক্ষে একই গল্প। এবার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তিনি। এরপরের ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। তিনি ফেরান অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে (১)। সেই ওভারেই নাসুম তার স্পিনে বোকা বানান টম ব্লান্ডেলকে।

তারপর বল হাতে নিয়েই সাকিব আল হাসানের ম্যাজিক। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে তার স্পিনে কুপোকাত উইল ইয়াং। সাকিবের স্লো বল বুঝতেই পারেন নি তিনি। ভেঙে যায় ইয়াংয়ের উইকেট। ১১ বলে মাত্র ৫ রান করে আউট ইয়াং।

এর আগে বুধবার বিকালে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে আগের দশ ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। এবার দেশের মাঠে লড়াই। সেই তিক্ত ইতিহাসের ইতি টেনে এবার জয়ে চোখ টাইগারদের।