জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা মোট জনশক্তির ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে। সংখ্যার হিসেবে প্রতিষ্ঠানটির ১১ হাজারের বেশি কর্মী চাকরি হারালেন। বুধবার (৯ই নভেম্বর) মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ কর্মীদেহ একটি চিঠির মাধ্যমে ছাঁটাইয়ের কথা জানান।
জাকারবার্গ জানিয়েছেন, ক্রমবর্ধমান ব্যয় আর ক্ষতির মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মেটা। জাকারবার্গ বলেন, আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনের ঘোষণা দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিমের আকার ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার এবং আমাদের মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে।
মেটা বলছে, ছাঁটাইকৃত কর্মীরা ১৬ সপ্তাহের মৌলিক বেতন এবং প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত দুই সপ্তাহের বেতন পাবেন। ছয় মাসের স্বাস্থ্যসেবার ব্যয়ও পাবেন কর্মীরা।
করোনাভাইরাস মহামারি প্রযুক্তি কোম্পানিগুলোর প্রবৃদ্ধি হলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে উচ্চ মুদ্রাস্ফীতি এবং দ্রুত ক্রমবর্ধমান সুদের হারের কারণে টুইটারের পর কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হলো মেটাকেও।
২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।