প্রতিটি বিশ্বকাপের আগে জার্সি নিয়ে উন্মাদনা থাকে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। তার আগেই বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ১৩ অক্টোবর আড়ং শপ এবং আড়ং অ্যাপ থেকে ১৪০০ টাকার বিনিময়ে বিশ্বকাপের জার্সি কেনার সুযোগ পাবেন সবাই।
বাংলাদেশ দলের জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা। বাচ্চাদের জার্সির দাম নির্ধারিত হয়েছে ১০০০ টাকা। মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সি এবং অনুশীলন জার্সিও নির্ধারিত দোকান থেকে কেনা যাবে।
আগামী ১৩ অক্টোবর থেকে ফ্যাশন হাউজ আড়ংয়ের সব আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি। এছাড়া আড়ংয়ের অ্যাপ থেকেও জার্সি কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এছাড়া আগামী ১১ অক্টোবর থেকে প্রি-অর্ডারের মাধ্যমেও জার্সি কেনার সুযোগ থাকছে। শুধু দেশ নয়, দেশের বাইরের ক্রিকেটপ্রেমীরাও জার্সি কেনার সুযোগ পাবেন আড়ং থেকে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা জার্সি কিনতে পারবেন। ঢাকার বাইরে থেকেও আড়ং অ্যাপের মাধ্যমে জার্সি কেনা যাবে।
পাস্টিক বর্জ্য থেকে এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে। মূলত বাংলাদেশের জার্সির সামনের অংশ তৈরিতে যে সুতো ব্যবহার হয়েছে সেটি রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক নামে পরিচিত। সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফেব্রিক থেকে। এতে বাতাস আসা-যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। সংযুক্ত আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি তৈরি করা হয়েছে।