দীর্ঘ ১৭ বছর পর বাবার কবর জিয়ারত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।
এর আগে বিকেল সাড়ে ৪টায় জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান তারেক রহমান। দুপুরে জুমার নামাজের পর ২টা ৫৫ মিনিটে গুলশানের বাসভবন ২৯৬ নম্বর বাসা থেকে রওনা হন তিনি।
সেখানে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা। কবর জিয়ারত শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তারেক রহমান।












