বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুইটি মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯  শে আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত – ৪ এবং বিশেষ জজ আদালত – ৬ মামলা দু’টি থেকে তাঁকে অব্যাহতি দেন।

ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত দুর্নীতি দমন কমিশন – দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের দায়ের করা একটি মামলা প্রত্যাহার করার আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।

এ মামলার আরও দুই আসামীর বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম।

জানা যায়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন। দুদকের অভিযোগ, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন।

অন্যদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা আরেকটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. মাসুদ পারভেজ আজ এ রায় ঘোষণা করেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হচ্ছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।