২০২৭ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে বাংলাদেশ। এককভাবে বাংলাদেশে এই আন্তর্জাতিক আসর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সম্প্রতি শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বোর্ড সভা শেষে এই সিদ্ধান্ত হয়। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে  বিষয়টি নিশ্চিত করেন বিসিবি’র প্রধান নির্বাহী।

আয়োজক চুড়ান্ত হলেও, কোন সময়, কোন ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে সেটি এখনো ঠিক হয়নি। আইসিসির পরবর্তী বোর্ড সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

এদিকে, চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা। সেটি হবে আইসিসির বর্তমান কমিটির চেয়ারম্যান ও পরিচালকদের শেষ সভা। আইসিসির পরবর্তী নির্বাচন নিয়েও এই সভায় আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।