২০৩০ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক হবার দৌড় থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি আরব। ঘরোয়া লিগে তারকা ফুটবলারদের কিনতে কাড়ি কাড়ি অর্থ খরচ করাটাই এমন সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করছে বেশকিছু গণমাধ্যম। সৌদি নাম সরিয়ে নিলে আয়োজক হিসেবে রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে স্পেন-পর্তুগালের। পাশাপাশি ২৪তম আসর আয়োজনে আগ্রহ রয়েছে আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার চার দেশের।

নিজেদের ঘরোয়া লিগকে ঢেলে সাজানোর জন্য পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভেড়ায় সৌদি আরব। সেই ধারাবাহিকতায় করিম বেনজেমা থেকে এনগুলো কান্তের মতো বিদেশি ফুটবল মহাতারকাদের এনেছে তারা। সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করা সৌদি আরব এবার হেঁটেছে ভিন্ন পথে।

আসন্ন ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে তারা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গ্রীস এবং মিশরকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সৌদি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোয় স্পেন, পর্তুগাল এবং মরক্কোর আয়োজক হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। এই তিন দেশ মিলে এবার যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজন হতে চায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য স্পেন, পর্তুগাল ও মরক্কো তাতে অনেক এগিয়ে রয়েছে। তার অন্যতম কারণ হলো বিশ্বকাপ আয়োজনের সন ধরনের প্রস্তুতিতে তারা এগিয়ে। প্রয়োজনীয় অবকাঠামোর দিক থেকেও এই তিনটি দেশ স্বয়ংসম্পুর্ণ।

অপরদিকে সৌদি আরবকে শুরু থেকে আয়োজনের সব প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে স্টেডিয়াম থেকে ধরে অধিক তাপমাত্রায় খেলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে। যা এত কম সময়ে করা বেশ কঠিন।