ফের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১শে জুন পূর্ণদ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন তিনি। ওই দিনেই দেশটির পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার অন্ধকারে ঢিল ছুড়বেনা। তবে, দুদককে স্বাধীনতা দেয়া হয়েছে, যে কারো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও মামলা করার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন পবিত্র ঈদের দিনও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে ছাড়েনি বিএনপি। মিয়ানমারের বিষয়ে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন সমুদ্র থেকে মিয়ানমারের জাহাজ সরে গেছে। আরাকান আর্মি তাদের সরকারের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের সার্ভভৌমত্বে কোথায় আঘাত হয়েছে মির্জা ফখরুলের কাছে জানতে চান তিনি।