ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি গত সরকারের সময়ে বঞ্চিত আরও ৫২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া দুই মন্ত্রণালয়ে নতুন সচিব দিয়েছে সরকার।
প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ান করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।
প্রত্যাহার হওয়াদের তালিকায় ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার , চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক রয়েছেন।