দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে আগামী ২৭শে জুন দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। বুধবার (২২শে জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ২৭শে জুন বাংলাদেশে ফিরে আসবেন।

তাকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁর সঙ্গে ফিরবেন পুত্র রাহগীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদও।

এর আগে, সিএমএইচে দীর্ঘদিন চিকিৎসার পর গত বছরের ৫ই নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড যান তিনি। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেন।