বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ২৮তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো এর তারিখ ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা মোঃ এমরান। আসন্ন ২০২২ সালের ১৯ ও ২০শে মার্চ শনি ও রবিবার সাউদার্ন ব্লুবার্ড ফেয়ার গ্রাউন্ড প্রাঙ্গনে ঐতিহ্যবাহী মেলাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন মেলা আয়োজন উপলক্ষে সম্প্রতি এক বৈঠকে ফেয়ার পরিচালনার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয় এবং কমিটিও গঠন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি এ বি এম মোস্তফা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আবু ওয়াহেদ মাহফুজ, মোঃ হারুন, চৌধুরী এরফানুল কবিরম আওয়াল দয়ান, মোঃ খোরশেদ, এফবিনিউজ টোয়েন্টিফোর সেভেন এর চেয়ারম্যান ও ঢাকা ক্লাবের সহ-সভাপতি নাঈম খান দাদন, বাংলাদেশ ক্লাবের পক্ষে লিটন মজুমদার, বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক সালাম চাকলাদার, এফবিনিউজ টোয়েন্টিফোর সেভেন এর সিইও আরশাদ আলী, এফবিটিভির ডিরেক্টর আওলাদ হাওলাদার, নারী ফ্লোরিডার সভানেত্রী সোনিয়া মান্নান খাঁন, এবিপেক সিইও ইমন করিম, এবিপেক সম্পাদক রফিকুল ইসলাম, একতারা ফ্লোরিডা সম্পাদক দিপু জামান, একতারা ফ্লোরিডা এর সহ-সভাপতি ইমরোজ ইমু।
গত ২৮ বছরের ঐতিহ্যবাহী এবং সাউথ ফ্লোরিডার বৃহৎ সামাজিক সংগঠন এশিয়া মহাদেশের দেশগুলির সমন্বয়ে এই মেলাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে গত ২৮ বছর ধরে ফেস্টিভালটি পালিত হয়ে আসছে।
২০২২ ফেয়ার এর কমিটি ঘোষণা
আসন্ন ২৮ তম ফেস্টিভালের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল ওয়াহেদ মাহফুজ। এছাড়া উপ-কনভেনর মোঃ খোরশেদ, কো-কনভেনর জামাল ভূঁইয়া, চেয়ারম্যান আওয়াল দয়ান, কো-চেয়ারম্যান উত্তম কুমার দে, কো-চেয়ারম্যান কুতুবউদ্দিন, সেক্রেটারি মোঃ শাহেদ, জয়েন্ট সেক্রেটারী মোঃ হাবিবুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মোঃ শফি অবলেন্ডা, চীফ কো-অর্ডিনেটর মোঃ মহিউদ্দিন, কালচারাল চেয়ারম্যান সুলসারি খানম, কালচারাল কো-অর্ডিনেটর মোঃ রনি, ভাইস কালচারাল কো-অর্ডিনেটর সামসুন্নাহার, ভাইস কালচারাল কো-অর্ডিনেটর মিস জেসমিন, ম্যাগাজিন চেয়ারম্যান আনোয়ারুল করিম শাহীন, কো ম্যাগাজিন চেয়ারম্যান নাদিয়া করিম।
ইভেন্ট ডিরেক্টর জনি এস জনি, স্টল চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, কো-স্টল চেয়ারম্যান মোরশেদ কালাম, রিসেপশন চেয়ারম্যান তানভির আহমেদ, কো রিসেপশন চেয়ারম্যান ফয়সাল আহমেদ, এডভার্টাইজমেন্ট চেয়ারম্যান অসীম রায়, মিডিয়া চেয়ারম্যান রাশেদ কালাম, ফান্ড রাইজিং চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন ভুট্টু, পাবলিসিটি চেয়ারম্যান মোঃ হারুন, এসিসট্যান্ট পাবলিসিটি চেয়ারম্যান মোঃ শাহজাহান, ফাইন্যান্স চেয়ারম্যান রাশেদ চৌধুরী টিটু, সহ-ফাইন্যান্স চেয়ারম্যান এম ডি জাকারিয়া জিতু, কমিউনিকেশন চেয়ারম্যান তৌহিদ আলম টিটু, এন্টারটেইনমেন্ট চেয়ারম্যান আবু টিহান, ট্রান্সপোর্টেশন চেয়ারম্যান অনিক দেব, স্টেজ ডেকোরেশন সিরাজুল ইসলাম তালুকদার।
আসন্ন এশিয়ান ফুড ফেয়ারে চীফ এডভাইজার হিসেবে থাকবেন মোঃ এমরান। এছাড়া এডভাইজার হিসেবে থাকবেন এ বি এম মোস্তফা, রফিকুল ইসলাম, রুবাইয়া মামুন, ডা. মামুন, ডা. আঃ রফিক, ডা. সালাউদ্দিন আহমেদ, নাঈম খান দাদন, টিটন মালিক, আরশাদ আলী, লিটন মজুমদার, ইমন করিম, সালাম চাকলাদার, ফিরোজ খান, তিন্নি চৌধুরী, জামাল ভূঁইয়া, হিমেল আহমেদ, দিপু জামান, ইমরোজ ইমু।