করোনা মহামারির ধকল কাটিয়ে ফের জাঁকজমকভাবে ফিরে আসছে প্রবাসের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় জমজমাট ঈদ পূনর্মিলনীর আয়োজন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা।
আগামী ৭ মে শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিয়ারফিল্ড বিচের সাউথ পাওয়ারলাইন রোডের কোয়াইট ওয়াটার পার্কে এই পূনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এফবি টিভি।
এবারের ঈদ পূনর্মিলনীতে আড্ডা, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, ছোট-বড়দের নানান ক্রীড়া প্রতিযোগিতা ও মিউজিক্যাল চেয়ারসহ বহু বিনোদনমূলক আয়োজন থাকছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ২০২১ সালের ঢালিউড এওয়ার্ডে উত্তর আমেরিকার শ্রেষ্ঠ গায়িকা ত্রিনিয়া হাসান।
এই আয়োজনে অংশ নিতে বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার অফিসে অথবা ছবিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করা যাবে।