সিলেটে চারদিনের ক্রিকেট খেলার দ্বিতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৮ রানে পিছিয়ে বাংলাদেশ এ দল, হাতে আছে ৩ উইকেট।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ১৫৭ রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সফরকারী দলের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ এ দলে ব্যাটসম্যানরা। ৯৭ রানের মধ্যে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান বিদায় নেয় বাংলাদেশ দলের। তাতে ফলো-অনের শংকায় পড়েছে স্বাগতিকরা।
এর আগে, প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩২০ রানে দিন শুরু করে ক্যারিবিয়রা। কভিন সিনক্লেয়ারের হাফ সেঞ্চুরিতে এদিন ওয়েস্ট ইন্ডিজ এ দলের সংগ্রহ চারশ পেরোয়। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ এ দল অলআউট হয় ৪৪৫ রানে।