আগামী ২ বছরের মধ্যে সরকারী বিভিন্ন খাতে ৫ লাখ যুবকের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৭ই নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১শ’ দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বর্তমানে পুলিশের ট্রাফিক কাজে ২শ’ জন পার্টটাইম কাজ করছে। প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও সংস্থায় সংস্কার আনা হচ্ছে। সব ফেডারেশনের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দেয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও ফুটবল ফেডারেশনের কোন আর্থিক অনিয়ম পেলে সেখানে আইনের আওতায় আনার নির্দেশনা দেয়া আছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের জন্য ১০টি কমিটি গঠন করা হয়েছে। তাদের দেয়া প্রস্তাবনা পেলে সেগুলোর বাস্তবায়ন নিয়ে সরকার কাজ করবে বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।