দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অন্যদিকে, অবৈধ ‘ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ অনেকেই।

বিদেশে আমাদের বন্ধু আছে শত্রু নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চীন, রাশিয়া বন্ধু, প্রভু নয়। দেশের মানুষ আমাদের ক্ষমতায় বসিয়েছে অন্য কেউ নয়। নির্বাচনের জন্য আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ৩০ জানুয়ারি সারা দেশে লাল সবুজ পতাকা হাতে নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দেশের সব জায়গায় নেতাকর্মীরা পাহারায় থাকবে। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে হবে।

দেশের জনগণকে বিএনপির কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের সরকার উৎখাতের জন্য বিদেশিদের ভয় দেখায় বিএনপি। শেখ হাসিনা বিদেশিদেরকে পরোয়া করেন না। তিনি সৃষ্টিকর্তাকে ভয় পান, আর কাউকে নয়।