দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১০ জুন) মুক্তি পেয়েছে সিনেমা ‘বিক্ষোভ’। সিনেমাটি ছাত্র আন্দোলনের ইস্যু নিয়ে নির্মিত বলা হলেও ট্রেইলার দেখে অনুমান করা যায় রাজনীতি এবং ভালোবাসার বিষয়ও আছে সিনেমায়।
বর্তমান প্রেক্ষাপটে সড়কে দুর্ঘটনা যেন একটা ব্যাধির মতো বেড়েই চলেছে। এই ব্যাধি থেকে মুক্তির জন্য সচেতনতাস্বরূপ নিরাপদ সড়কের আশায় নির্মাতা শামীম আহমেদ রনি ও শাপলা মিডিয়ার প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমা ‘বিক্ষোভ’।
সিনেমার মূল চরিত্রে দেখা যাবে অপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী এবং এপার বাংলার নবাগত নায়ক ও প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খান। অভিনেত্রী শ্রাবন্তীকে দেখা যাবে একজন শিক্ষকের ভূমিকায়। শান্ত খান অভিনয় করেছেন ছাত্রের ভূমিকায়। গাড়িচাপায় সহপাঠীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমে হয়ে ওঠেন প্রতিবাদী ছাত্রনেতা। নেতৃত্ব দেন আন্দোলনের; তাদের পূর্ণ সমর্থন দিয়ে রাস্তায় নামেন সুন্দরী শিক্ষক শ্রাবন্তীও।