ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।আজ মঙ্গলবার সকালে কারওয়ান বাজারে অবস্থিত টিসিবি ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে এই পেঁয়াজ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজার থেকে টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তারা এ পেঁয়াজ কিনতে পারবেন।

এ সময় ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। পণ্যের সংকট তৈরি হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে পণ্য আমদানি করার কথাও জানান তিনি। সরবরাহ ব্যবস্থা বাড়াতে সার্বিক ভাবে কাজ করছে বাণিজ্য মন্ত্রনালয়।

টসিবি কার্ড ধারীর বাইরে, সাধারন মানুষ প্রতি কেজি ৪০ টাকা দরে আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। রাজধানীর ১০০ টি স্থানে চট্টগ্রামের এই পণ্য বিতরণ করছে টিসিবি।