মার্কিন তারকা প্যারিস হিলটন প্রথমবারের মতো মা হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে পুত্র সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে পারিস হিলটন ও তার স্বামী কার্টার রিয়াম জানিয়েছেন, পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন তারা। সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।
মা হওয়ার খবর জানিয়ে টুইটারে প্যারিস হিলটন লেখেন, ‘তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ সঙ্গে দিয়েছেন সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি।
সদ্যজাত তাঁর হাতের আঙুল ধরে রয়েছে, এমন ছবি পোস্ট করে মার্কিন তারকা ইনস্টাগ্রামের পাতায় লেখেন, ‘তুমি ভালোবাসায় ডুবে রয়েছ, ভাষায় প্রকাশ করতে পারছি না।’ সেই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টবক্সে হলিউড তারকা এবং অনুরাগীরা প্যারিস হিলটন এবং কার্টার রিউমকে অভিনন্দন জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম গুলির পাওয়া খবর অনুযায়ী, সারোগেসি পদ্ধতিতে মা হলেন প্যারিস। পিপলডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস হিলটন বলেছেন, ‘মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি। আমরা নতুন পরিবার শুরু করতে মুখিয়ে আছি। পুত্র সন্তানের জন্য আমাদের মনে ভালোবাসার কোনও পরিসীমা নেই’।
প্রায় এক বছরের বেশি সময় সম্পর্কে ছিলেন প্যারিস ও কার্টার। ২০২২ সালের ডিসেম্বরে প্যারিস হিলটন জানান, তিনি সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন। এর আগে ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন তিনি। ২০০৪ সাল থেকে বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্যারিস হিলটন। নিজের নামে প্রথম পারফিউম চালু করেছিলেন। এরপর নিজস্ব আনুষাঙ্গিক এবং হ্যান্ডব্যাগের ব্যবসা শুরু করেন তিনি।
বিখ্যাত হিলটন পরিবারের সদস্য প্যারিস। যাঁদের একাধিক হোটেল রয়েছে। ছবিতে অভিনয় করেছেন হিলটন। বিনোদন জগতে দীর্ঘ কেরিয়ারে ডিজে হিসাবে কাজ করেছেন। ২০১১ সালে প্রথম ভারত সফরে এসেছিলেন তিনি। তবে তাঁর স্মরণীয় ভারত সফরের মধ্যে ছিল ২০১২ সালে গোয়ায় আসা। সেখানে টেবিল ঘুরিয়েছিলেন হিলটন।
২০২২ সালের অক্টোবর মাসে ভারত সফরে এসেছিলেন প্যারিস হিলটন। এটি ভারতে তাঁর চতুর্থতম সফর ছিল। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, নতুন উদ্যোগের জন্য দু’দিনের প্রচারমূলক সফরে ভারতে এসেছিলেন তিনি।