মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক-এসভিপি। দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা। ব্যাংকটি গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে এমন গুজব ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত হাজার হাজার গ্রাহক নিজেদের ব্যাংক হিসাব খালি করে টাকা তুলে নেন।
বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেশটির অন্যান্য ব্যাংকের মতো এসভিপিও খানিকটা তারল্য সংকটে ভুগছিল, তবে তা দেউলিয়া হওয়ার মতো নয়। মূলত ব্যাংকটির একটি ঘোষণাই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। গত বুধবার স্টার্টআপের জন্য ঋণ দেয়া সিলিকন ভ্যালি ব্যাংক ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে তারা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়। এই ঘোষণায় ব্যাংকের গ্রাহক ও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন ব্যাংকটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায়।
এরপরই এসভিপি থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে যায়। গত বৃহস্পতিবার ব্যাংকটির আমানতকারীরা তুলে নেন ৪ হাজার ২০ কোটি ডলার। আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি (ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন) বলেছে, বিমা করা আমানতকারীরা আগামী সোমবার (১৩ই মার্চ) সকালের মধ্যে বিমাকৃত আমানত ফেরত পাবেন। এছাড়া বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেয়া হবে।
বিভিন্ন সংবাদমাধ্যমসহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮ সালের আর্থিক সংকটের পর এই প্রথম বড় ধরণের বিপর্যয়ে মার্কিন ব্যাংক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ধস এটি।