চার সন্তানকে খুন করে আত্মহত্যা করেছেন মা নিজেও। ভারতের রাজস্থান রাজ্যের বারমার জেলায় গত রোববার এ ঘটনা ঘটে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও চার সন্তান আত্মহত্যা করেছে।

পুলিশ বলছে, রামের স্ত্রী উর্মিলা শনিবার চার সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করেন। তার স্বামী সকালে কর্মস্থলে গেলে বিকেলে উর্মিলা ঘরের দরজা বন্ধ করে দেন। পরে সে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

উর্মিলা দেবীর এক আত্মীয় তাদের খোঁজ করতে গিয়ে দেখে উর্মিলা ফাঁসিতে ঝুঁলছেন এবং সন্তানদের ট্যাঙ্কারে আটকিয়ে রাখা হয়েছে। এরপরই তিনি পুলিশকে খরব দেন। পুলিশ এসে মরদেহগুলো হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় উর্মিলার মামা দুর্গারাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে বলা হয়েছে, গত পাঁচ বছর ধরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে উর্মিলার প্রায় ঝগড়া হত।