আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যশোরে ৫ হাজার ২০০ মোমবাতি প্রজ¦লন করে ৫২’র ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর শহীদ মিনারের বেদিতে জ্বালানো হয় এই মোমবাতি।
জাতীয় শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন চাঁদের হাট যশোরের আয়োজনে এই মোমবাতি প্রজ¦লন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভূট্টাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রমুখ।
উল্লেখ্য, চাঁদের হাট যশোর জেলা শাখা, ২০১৮ যশোরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন হওয়ার পর থেকেই ব্যতিক্রমী এই আয়োজন করে আসছে।