রাশিয়ার ওপর যুক্তরাজ্যের দেয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এবার ৫৪ জন ব্রিটিশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। ওই ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞা আওতায় রয়েছেন সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার।  মস্কোর দাবি, তিনি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ব্যারনেস গোল্ডি ডিএল। তার বিরুদ্ধে ইউক্রেনে গোলাবারুদ সরবরাহের অভিযোগ এনেছে রাশিয়া।

রাশিয়ার প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তা ও ব্রিটিশ প্রসিকিউটর করিম খান। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ­লাদিমির পুতিন ও দেশটির শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়নার জন্য আইসিসিতে আবেদন করেন তিনি।

এছাড়াও, সংবাদমাধ্যম বিবিসি, ডেইলি টেলিগ্রাফ ও দ্য গার্ডিয়ানের বেশ কয়েকজন সাংবাদিকও এই তালিকায় রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, এসব সাংবাদিকরা রাশিয়া সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং কিয়েভ সমর্থিত তথ্য ও প্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত।

যদিও বিবিসি জানিয়েছে, স্বাধীনভাবে এবং ন্যায্যভাবে তারা রিপোর্ট করা চালিয়ে যাবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে আর্থিক ও সামরিকভাবে সহায়তা করে আসছে  যুক্তরাজ্য।