আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে চট্টগ্রাম ও সিলেটে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই জুলাই) আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এ তথ্য জানান। তিনি জানান গত ১০ জুলাই থেকে শুরু হওয়া চলমান বৃষ্টিপাত থাকতে পারে আরো ৪৮ ঘণ্টা পর্যন্ত। এছাড়া, পুরো জুলাই মাস জুড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাস বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এবং একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং আগামীকাল শুক্রবার (১২ই জুলাই) ৮ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সামান্য হ্রাস পেতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ।

এছাড়াও পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।