স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে, ছড়িয়েছে ৬০ জেলায়। তবে ডেঙ্গু চিকিৎসায় ওষুধ এর কোন ঘাটতি নাই। শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। আজ শনিবার (২২শে জুলাই) বেলা ১১টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। হাসপাতাল চিকিৎসক ওষুধ সব প্রস্তুতি রয়েছে। জরুরি অবস্থা ঘোষণার মত পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

‘ডেঙ্গু চিকিৎসায় ওষুধ এর কোনো ঘাটতি নাই। বেড বাড়ানো হচ্ছে’ বলেন তিনি।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১৫৬ জনের।

জাহিদ মালেক বলেন, ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর বাড়ছে। ৬০ জেলায় ছড়িয়েছে। কাজ করতে গিয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

অফিস কারখানা থেকে ডেঙ্গু বেশি ছড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকারি-বেসরকারি অফিস, আদালত, কলকারখানায় মশার ওষুধ ছিটাতে হবে। ওই সব স্থান থেকে রোগী বেশি আসছে।

শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।