প্রিমিয়ার লিগে ২-১ গোলের ব্যবধানে এভারটনকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। দলের প্রয়োজনের মুহূর্তে দারুণ এক গোলে ইতিহাস গড়ার পাশাপাশি ব্যবধানও গড়ে দিলেন রোনালদো।

এভারটনের গুডিসন পার্কে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি  জিতেছে ইউনাইটেড। আলেক্স আইওবির গোলে শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতা টানেন আন্তোনি। পরে জয়সূচক গোলটি করে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

গোল পেয়ে যেন আত্মবিশ্বাস ফিরে পান রোনালদো। আর এগিয়ে গিয়ে উজ্জীবিত হয়ে ওঠে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ ধরে রেখে খেলতে থাকে তারা। পাল্টা আক্রমণের কৌশল নেয় এভারটন। অবশ্য একটা লম্বা সময় পর্যন্ত কেউই আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

৮২তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণ শাণিয়ে এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে জালে বল পাঠান মার্কাস র‌্যাশফোর্ড। তবে অফসাইডে ছিলেন তিনি।

এরপর ইউনাইটেডের ওপর যেন চেপে বসে এভারটন। করতে থাকে একের পর এক আক্রমণ। যোগ করা সময়ের চার মিনিটে বলতে গেলে ইউনাইটেডের বক্সেই ছিল বল। জেমস গার্নারের বাঁ দিক থেকে কোনাকুনি শট কোনোমতে ঠেকিয়ে মূল্যবান তিনটি পয়েন্ট নিশ্চিত করেন দাভিদ দে হেয়া।

টানা দুই হারে আসর শুরুর পর টানা চার ম্যাচ জিতেছিল ইউনাইটেড। পরে হেরে বসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, ৬-৩ গোলে। এবার আবার জয়ের পথে ফিরল দলটি। সঙ্গে রোনালদোর গোল পাওয়াটাও তাদের জন্য দারুণ কিছু।