বিপিএল মানেই সার্কাস। পেশাদারিত্ব না থাকায় একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে কুড়ি ওভারের ঘরোয়া এই টুর্নামেন্টে। মঙ্গলবার ফের অধিনায়ক পরিবর্তন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নতুন অধিনায়ক হিসেবে টস করেছেন আফিফ হোসেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস করতে দেখা যায় আফিফকে। চট্টগ্রামে দায়িত্ব পাওয়া নাঈম ইসলামকে একাদশেই রাখা হয়নি। তাহলে কি অসুস্থ নাঈম? টস শেষে নতুন অধিনায়ক আফিফ জানিয়েছেন, পুরোপুরি সুস্থই আছেন নাঈম।

সঞ্চালকের প্রশ্নের জবাবে আফিফের উত্তর, ‘তার (নাঈম) কোনও ইনজুরি নেই। তবে তিনি একাদশে নেই।’