ভারতের রাজস্থানে বেড়াতে গিয়ে নেদারল্যান্ডসের এক তরুণী জয়পুরের একটি হোটেলে ওঠেন। সেখানে ধর্ষণের অভিযোগ তুললেন ওই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে কেরালার এক যুবককে গ্রেফতার করেছে জয়পুরের পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, কিছু দিন আগে রাজস্থানে বেড়াতে আসেন নেদারল্যান্ডসের ওই তরুণী। ছিলেন রাজধানীর জয়পুরের একটি হোটেলে। ওই হোটেলে আয়ুর্বেদিক ম্যাসাজ নিতে যান অভিযোগকারিণী। সেখানে তাকে এক কর্মী ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর সিন্ধি ক্যাম্প থানার পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এর পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই কর্মী হোটেলে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আদতে তিনি কেরালার বাসিন্দা।

পুলিশ তাকে খুঁজছে, এই খবর পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে রাস্তা থেকেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।