জিতেও শিরোপা ঘরে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।জিতেও শিরোপা ঘরে তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে অলিখিত ফাইনালে চ্যাম্পিয়ন হতে হলে অন্তত দুই গোলে জিততে হতো বাংলাদেশকে। শুক্রবার ভারতের মাঠে তাদের বিপক্ষে উন্নতি-রিপারা ম্যাচ জিতেছে ঠিকই। কিন্তু ‘ফাইনাল’ জিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি! স্বাগতিক ভারতকে আকলিমা খাতুনের একমাত্র গোলে হারিয়েছে বাংলাদেশ।

নিয়মানুযায়ী রাউন্ড রবিন লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের এটাই ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। চার ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান- ৯। হেড টু হেডও সমান। কিন্তু গোল পার্থক্যে (ভারত +১১ ও বাংলাদেশ +৩) স্বাগতিকরা অনেক এগিয়ে থাকায় ভারতই ট্রফি ঘরে তুলেছে।

অথচ শুক্রবার জামশেদপুর টাটা একাডেমি কমপ্লেক্সে উজ্জীবিত ফুটবল খেলেছে বাংলাদেশ। আধিপত্যও কম ছিল না।বল দখলে প্রায় সমানে সমান হলেও গোলের সুযোগ বেশি পেয়েছে গোলাম রব্বানী ছোটনের দলই। একের পর এক আক্রমণ গড়ে স্বাগতিকদের তটস্থ রেখেছে। তাতে সুযোগ এসেছি ঠিকই কিন্তু জাল কাঁপাতে পারেনি। ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে আকলিমা খাতুন বক্সে ঢুকে শট নিলেও তা দূরের পোস্ট দিয়ে চলে যায়। এরআগে অধিনায়ক শামুসন্নাহারের শট ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ১৮ মিনিটে স্বপ্না রানীর ফ্রি-কিক ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশা আরও বাড়ে বাংলাদেশের। ৩০ মিনিটে তো উন্নতি খাতুন বক্সের ভিতরে গোলকিপারকে একা পেয়েও বল বাইরে মেরে সবাইকে অবাক করেছেন!

ভারতও ফাঁকে ফাঁকে আক্রমণে উঠেছে। ৩৯ মিনিটে সুবর্ণ সুযোগটি হারায় তারা। নিতু লিন্ডার বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট পোস্টের নিচে লেগে প্রতিহত হলে বেঁচে যায় বাংলাদেশ।

বিরতির পরও বাংলাদেশের আক্রমণে তেজ কমেনি। যদিও গোলের মুখ কিছুতেই খুলছিল না। ৬৩ মিনিটে আকলিমা খাতুনের শট পোস্টের বাইরে দিয়ে যায়। ১০ মিনিট পর অবশেষে উল্লাসের উপলক্ষ পায় বাংলাদেশ। বক্সের ওপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিঁখুত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আকলিমা খাতুন।

এরপর দুদলই সুযোগ পেয়েছে। কিন্তু ব্যবধানে আর হেরফের করতে পারেনি কোনওপক্ষ। তাই ভারতের মাঠে জিতেও গোল পার্থক্যে রানার্সআপ হতে হয়েছে বাংলাদেশকে!