ডারবানের কিংসমিডে বৃহস্পতিবার ৪ উইকেটে ২৩৩ রানে প্রথম দিন শেষ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দিন শেষে শক্ত অবস্থানই বলা চলে। টেস্টের দ্বিতীয় দিনে দ্রুততম সময়ের মধ্যে স্বাগতিকদের আটকাতে চায় সফরকারী বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম দিন শেষে দ্বিতীয় দিনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানালেন বোলারদের কাছে তার চাওয়া। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মনে করি, শেষ সেশনে আমরা বেশ ভালো বোলিং করেছি। যদি নতুন বলে একটা কিংবা দুইটা উইকেট নিতে পারতাম খুব ভালো হতো। আমাদের যতটা সম্ভব ‘সিম্পল’ রাখার চেষ্টা করতে হবে। সকালে ধারাবাহিক হতে হবে। পরিসংখ্যান দেখাচ্ছে কিংসমিডে প্রথম দিনে গড় রান ৫ উইকেটে ২৪০। ওদের ৩০০-৩২০ রানের মধ্যে থামাতে পারলে আমরা ভালোভাবেই লড়াইয়ে থাকব।’

দক্ষিণ আফ্রিকার শতরানের উদ্বোধনী জুটির পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে খুশি রাসেল ডমিঙ্গো। তবে মনে করিয়ে দিলেন, কাজ এখনও শেষ হয়নি। ৩২০ রানের মধ্যে স্বাগতিকদের প্রথম ইনিংসের সমাপ্তি দেখতে চান তিনি।

ক্রিজে আছেন বিশেষজ্ঞ ব্যাটারদের শেষ জুটি। এরপর আসবেন অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ও বোলাররা। বোলাররা ভালো করলেই বাংলাদেশের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। ডমিঙ্গো আশা করছেন, দ্বিতীয় দিনের সকালে তার শিষ্যরা ভালো করবে। তার ভাষায়, ‘আশা করি, বাজে প্রথম সেশন থেকে ছেলেরা শিক্ষা নিয়েছে। ওরা একটু স্নায়ু চাপে ভুগছিল। এমন একটা উইকেটে বোলিং করতে ওরা উন্মুখ ছিল, যেটায় ওরা ভেবেছিল ওদের জন্য কিছুটা সহায়তা আছে। ওরা কিছুটা শৃঙ্খলা হারিয়ে ফেলেছিল, তবে লাঞ্চের পর ওরা ছিল দুর্দান্ত।’

পয়েন্ট থেকে দৌড়ে দুর্দান্ত এক ড্রাইভ বলটি লুফে নিয়েই দারুন এক থ্রোতে রান আউট করেছেন মিরাজ। পিটারসনকে এভাবে ফেরানোতে মিরাজকে প্রশংসায় ভাসালেন ডমিঙ্গো। বললেন, ‘আমার দেখা সেরা রান আউটের একটি। সে (মিরাজ) আমাদের জন্য ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত একজন ক্রিকেটার। দারুণ ক্যাচ নিতে পারে। তার দুর্দান্ত শক্তি এবং কর্মতৎপরতা দারুণ। এই মুহূর্তে খুব আত্মবিশ্বাসী একজন ক্রিকেটারের কাছ থেকে এটি একটি বিশেষ রান আউট ছিল। এ রকম কিছু দেখতে পারা সত্যিই আনন্দের।’