পরিবারের ৫ সদস্য অসুস্থ থাকায় ওয়ানডে সিরিজ খেলেই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। কথা ছিল পরিবার সুস্থ হলে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকায়, খেলবেন দ্বিতীয় টেস্ট। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সাকিব ফিরছেন যুক্তরাষ্ট্রে। ফলে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টেও তাকে পাওয়া যাচ্ছে না। সাকিব আজ রাত ৮টা ২০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন।

বড় মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে শুক্রবার রাতেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

সাকিবের পরিবারের সবাই কম বেশি সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই তাকে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে। ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে থাকতে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে বাবা সাকিবকেই সন্তানকে স্কুলে আনা-নেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

জালাল ইউনুস বলেছেন, ‘ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে থাকার জন্য সাকিবের স্ত্রীও এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যেতে পারছে না।ওইদিকে আবার সাকিবের মেয়ের স্কুল খুলে গেছে। এমন পরিস্থিতিতে বাচ্চা নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে সেখানে। তাই দ্বিতীয় টেস্ট খেলতে ওর আর দক্ষিণ আফ্রিকায় ফেরা হচ্ছে না।’

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে অনেক নাটক মঞ্চস্থ করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান এই অলরাউন্ডার। ওখানে প্রথম ওয়ানডে খেলার পর খবর পান তিন সন্তান, মা শিরিন আক্তার ও শাশুড়ি আছেন হাসপাতালের বিছানায়। মা ও শাশুড়ি বেশি অসুস্থ। তারপরও ওয়ানডে সিরিজ খেলে ২৪ মার্চ দেশে ফেরেন তিনি। এই মুহূর্তে পরিবারের সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কেবলমাত্র সাকিবের ক্যান্সার আক্রান্ত শাশুড়ি চিকিৎসাধীন আছেন এখনও।