à¦à¦•à¦Ÿà¦¾ সময় মনে হয়েছিল লিডও নিতে পারে বাংলাদেশ। মাহমà§à¦¦à§à¦² হাসান জয় যেà¦à¦¾à¦¬à§‡ সাবলীল বà§à¦¯à¦¾à¦Ÿà¦¿à¦‚ করছিলেন, তাতে আশা জাগানো অসà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦• ছিল না। কিনà§à¦¤à§ বাংলাদেশ ৩০০ রানও করতে পারলো না। পà§à¦°à¦¥à¦® ইনিংসে ২৯৮ রানে অলআউট হয়ে গেছে। ফলে পà§à¦°à¦¥à¦® ইনিংসে ৩৬ৠরান করা দকà§à¦·à¦¿à¦£ আফà§à¦°à¦¿à¦•à¦¾ পেয়েছে ৬৯ রানের লিড।
আজ (শনিবার) ডারবান টেসà§à¦Ÿà§‡à¦° তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-দকà§à¦·à¦¿à¦£ আফà§à¦°à¦¿à¦•à¦¾à¥¤ পà§à¦°à¦¥à¦® সেশন বাংলাদেশের পারফরমà§à¦¯à¦¾à¦¨à§à¦¸ দà§à¦°à§à¦¦à¦¾à¦¨à§à¦¤ হলেও চা বিরতির পরপরই শেষ হয়ে যায় ইনিংস। চা বিরতির পর ৯ ওà¦à¦¾à¦°à§‡à¦‡ শেষ ৩ উইকেট হারায় সফরকারীরা।